রানী দুর্গাবতীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা অমিত শাহর
নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): “রানী দুর্গাবতীর জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “ন্যায়বিচার, জনগণের প্রতি ভালোবাসা এবং মাতৃভূমির সুরক্ষার প্রতীক রানী
রানী দুর্গাবতীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা অমিত শাহর


নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): “রানী দুর্গাবতীর জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “ন্যায়বিচার, জনগণের প্রতি ভালোবাসা এবং মাতৃভূমির সুরক্ষার প্রতীক রানী দুর্গাবতী গন্ডোয়ানাকে নারীর ক্ষমতায়ন, দেশপ্রেম এবং সেবার অনুপ্রেরণার কেন্দ্র করে তুলেছিলেন।”

প্রসঙ্গত, রানী দুর্গাবতী (৫ অক্টোবর, ১৫২১ - ২৪ জুন, ১৫৬৪) ১৫৫০ সাল থেকে ১৫৬৪ সাল পর্যন্ত গন্ডোয়ানার ক্ষমতাসীন রানী ছিলেন। তিনি চান্দেল রাজা কিরেট রায়ের পরিবারে জন্মগ্রহণ করেন। রানী দুর্গাবতীর সাফল্য, সাহস ও পৃষ্ঠপোষকতা তাঁর পূর্বপুরুষ ঐতিহ্যের গৌরবকে আরও উন্নত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande