নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে এই মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তার সাথে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছি। এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনে আরও দল তাদের সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিজেপি কর্মকর্তারাও অভাবী মানুষদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত