আট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম সুপ্রিম কোর্টে পেশ
নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): টানাপোড়েন কাটিয়ে অবশেষে আট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। যদিও রয়ে গিয়েছে ‘কিন্তু’। কিছু অনিশ্চয়তা রয়েছে ঘোষিত উপাচার্যদের মনেও। চূড়ান্ত হওয়া নামগুলো হল— কলকাতা বিশ্ববিদ্যালয় –
Supreme court


নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): টানাপোড়েন কাটিয়ে অবশেষে আট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। যদিও রয়ে গিয়েছে ‘কিন্তু’। কিছু অনিশ্চয়তা রয়েছে ঘোষিত উপাচার্যদের মনেও।

চূড়ান্ত হওয়া নামগুলো হল—

কলকাতা বিশ্ববিদ্যালয় – আশুতোষ ঘোষ

যাদবপুর বিশ্ববিদ্যালয় – চিরঞ্জীব ভট্টাচার্য

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় – ওমপ্রকাশ মিশ্র

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় – অর্ণব সেন

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় – আশিস ভট্টাচার্য

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় – উদয় বন্দ্যোপাধ্যায়

সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় – চন্দ্রদীপা ঘোষ

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় – আবু তালেব

এই সব ক’টি বিশ্ববিদ্যালয়ে এতদিন অস্থায়ী উপাচার্য ছিলেন। স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। তা না পাওয়া গেলে রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা যায় না। এতদিন এই নিয়েই জটিলতা চলছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সেই জল। অবশেষে রাজভবন যাতে রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিয়ে উচ্চ শিক্ষাক্ষেত্রে এই সমস্যার অবসান ঘটায়।

যদিও ঘোষিত এক উপাচার্য এই প্রতিবেদককে বলেন, “তালিকাটা ঘুরছে সামাজিক মাধ্যমে। খবরটা ঠিক। উপাচার্য নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্ট মনোনীত কমিটি এই তালিকা আজ বিশেষ বেঞ্চে পেশ করেছে। কিন্তু তার পর আচার্যের তরফে আইনজীবী ঘোষিত দু’জন উপাচার্যর নাম নিয়ে আপত্তি জানিয়েছেন। সেই আপত্তি কতটা মান্যতা পেল, তা নিয়ে এখনও নিশ্চিত উত্তর আসেনি।

যাঁদের নাম ঘোষিত হয়েছে, তাঁদেরও কেউ কেউ অস্বস্তিতে। একজন এই প্রতিবেদককে জানান, “মাননীয় আচার্য এবং পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি থাকা বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে আজ উভয় পক্ষের আইনজীবীরা সম্পূর্ণ বিভ্রান্তিতে পড়েছিলেন। আদালতের আদেশ পর্যালোচনা করার পরেই এটি নিশ্চিত করা যাবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande