দক্ষিণী অভিনেতা বিজয়ের গাড়ি দুর্ঘটনার কবলে, হতাহতের কোনও খবর নেই
হায়দরাবাদ, ৬ অক্টোবর (হি.স.): তেলেগু অভিনেতা বিজয় দেভারকোন্ডার গাড়ি সোমবার পুট্টাপারথি থেকে হায়দরাবাদ যাওয়ার পথে জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্দাভাল্লিতে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অভিনেতার গাড়ির বাম পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয
দক্ষিণী অভিনেতা বিজয়ের গাড়ি দুর্ঘটনার কবলে, হতাহতের কোনও খবর নেই


হায়দরাবাদ, ৬ অক্টোবর (হি.স.): তেলেগু অভিনেতা বিজয় দেভারকোন্ডার গাড়ি সোমবার পুট্টাপারথি থেকে হায়দরাবাদ যাওয়ার পথে জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্দাভাল্লিতে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অভিনেতার গাড়ির বাম পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের মতে, অভিনেতা বিজয় দেবরাকোন্ডা সোমবার বিকেল তিনটে একটি গাড়িতে পুট্টপার্থী থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিলেন, যখন সামনে থেকে চলন্ত বোলেরো গাড়িটি হঠাৎ ডানদিকে মোড় নেয়, যার ফলে অভিনেতার গাড়িটি বোলেরোর বাম পাশের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির বাম পাশের অংশটি ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande