জয়পুর, ৬ অক্টোবর (হি.স.): জয়পুরের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬ জন রোগীর মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। সোমবার সকালে গেহলট বলেছেন, এখানে কোনও সরকারি প্রতিনিধি নেই। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। পুলিশ নিহতদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন, এখানে প্রতিবাদ না করার জন্য। তাদের বিচার পাওয়া উচিত। উল্লেখ্য, অশোক গেহলট সোমবার সকালে সাওয়াই মান সিং হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা বলেছেন, ব্যবস্থার অবহেলা অনেক মানুষের জীবন নিয়েছে। রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানুষ কাশির সিরাপ খেয়ে মারা যাচ্ছে এবং স্বাস্থ্যমন্ত্রী ওষুধ কোম্পানিগুলিকে ক্লিন চিট দিচ্ছেন, রাজ্য সরকার দুর্নীতিতে জড়িত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা