গুয়াহাটি, ৬ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ উত্তরবঙ্গ এবং সিকিমে ধারাবাহিক ভূমিধস ও ক্রমবর্ধমান বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উভয় রাজ্যকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
দার্জিলিং জেলায় সরকারিভাবে কমপক্ষে ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও বেসরকারি সূত্রে মৃত্যুর সংখ্যা ৩০-এর বেশি বলে দাবি করা হচ্ছে। দুর্যোগের কবলে পড়ে এখনও নিখোঁজ বহুজন এবং আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক।
অবিরাম বর্ষণে বিভিন্ন এলাকায় সংঘটিত ভূমিধসের ফলে বাড়িঘর তাসের মতো ধসে পড়ছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এবং বন্যার জলে ভেসে বহুজনের মৃত্যু বহু মানুষ। বেশ কয়েকটি পাহাড়ি এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবারও বিপন্ন মানুষজনকে উদ্ধার করতে ব্যাপক অভিযান চলছে।
গোটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়কে ট্যাগ করে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারী বৃষ্টিপাতের ফলে দার্জিলিং এবং উত্তরবঙ্গের অন্যত্র ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত।’
‘এই পরিস্থিতিতে অসমের জনগণের পক্ষ থেকে আমরা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারকে যে কোনও সহায়তা দিতে প্রস্তুত।’ এক্স-এ বলেছেন হিমন্তবিশ্ব শর্মা।
অসমের মুখ্যমন্ত্রী ড. শর্মা প্রতিবেশী সিকিমের পরিস্থিতিতেও উদ্বেগ প্রকাশ করেছেন। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে সিকিম। এক্স-এ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং গোলেকে ট্যাগ করে হিমন্তবিশ্ব লিখেছেন, ‘’অসমের মানুষ এই সংকটের সময় সিকিমের আমাদের ভাই ও বোনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।’
ড. শর্মা আশ্বস্ত করেছেন, তাঁর সরকার উভয় রাজ্যকে আবহাওয়ার ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য ‘যে কোনও সম্ভাব্য সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস