নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): অটল টিঙ্কারিং ল্যাব কর্মসূচির প্রসারে ভারত – ফ্রান্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অটল ইনোভেশন মিশন ১৯ সেপ্টেম্বর একটি ইচ্ছাপত্রে স্বাক্ষর করে। সোমবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি )।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, নয়াদিল্লিতে ফরাসী দূতাবাসে আইএফসিসিআই সিএসআর কানেক্ট ডে ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সমারোহে এই ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন ভারত ও ফ্রান্সের রাষ্ট্রদূত মাননীয় থিয়েরি ম্যাথিউ। ঐ সমারোহে আলোচ্য বিষয় ছিল ধারাবাহিক বিকাশের লক্ষ্যে বহুক্ষেত্রিক সহযোগিতা। সেখানে ভারত ও ফ্রান্সের ১০০-রও বেশি প্রতিনিধি আমন্ত্রিত ছিলেন।
এই ইচ্ছাপত্রের লক্ষ্য - বিজ্ঞান, প্রযুক্তি ও গণিত শিক্ষার প্রসার এবং উদ্ভাবন-ভিত্তিক শিক্ষা প্রণালীর বিকাশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে শিল্প মহলের যোগাযোগ নিবিড় করতে অটল টিঙ্কারিং ল্যাব কর্মসূচি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং পরিবেশ-বান্ধব বিকাশ এখানে অগ্রাধিকারপ্রাপ্ত।
২০২৩ সালের পর থেকে আইএফসিসিআই সিএসআর দপ্তর ৮৬-টি প্রকল্পের রূপায়ণ সম্পন্ন করেছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, মহিলাদের ক্ষমতায়ন এবং পরিবেশ-বান্ধব নানা প্রকল্প রয়েছে, যেসব বিষয় রাষ্ট্রসঙ্ঘের ধারাবাহিক উন্নয়ন লক্ষ্যসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন