প্রধান বিচারপতিকে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টা, হামলাকারী আইনজীবীর আটক
নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): সুপ্রিম কোর্টের আক্রান্ত প্রধান বিচারপতি বি আর গাভাই। সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের আদালতে একজন আইনজীবী তাঁকে একটি বস্তু (জুতো) নিক্ষেপ করার চেষ্টা করেছিল। আদালতে উপস্থিত নিরাপত্তাকর্মীরা ওই আইনজীবীকে বের করে দ
প্রধান বিচারপতিকে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টা, হামলাকারী আইনজীবীর আটক


নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): সুপ্রিম কোর্টের আক্রান্ত প্রধান বিচারপতি বি আর গাভাই। সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের আদালতে একজন আইনজীবী তাঁকে একটি বস্তু (জুতো) নিক্ষেপ করার চেষ্টা করেছিল। আদালতে উপস্থিত নিরাপত্তাকর্মীরা ওই আইনজীবীকে বের করে দিয়ে আটক করে। শীর্ষ আদালতের কক্ষ থেকে বের হওয়ার সময় ওই আইনজীবী বলতে থাকেন, সনাতন কা আপমান নেহি সা

হেগা হিন্দুস্তান, সেই সময় আদালতে উপস্থিত একজন আইনজীবী এমনটাই জানিয়েছেন।

সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাসে বসে তালিকায় থাকা মামলাগুলি শুনছিল। সেই সময়েই আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তি হঠাৎ সামনের দিকে এগিয়ে আসে এবং প্রধান বিচারপতির দিকে ওই বস্তুটি ছুড়ে মারার চেষ্টা করে। তবে এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন। ওই ব্যক্তিকে ধরে এজলাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande