নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল চারটে নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, বিহার নির্বাচন ৬ এবং ১১ নভেম্বর দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। ভোট গণনা ১৪ নভেম্বর।
মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, মিজোরাম এবং ওড়িশার আটটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী ১১ নভেম্বর; ভোট গণনা ১৪ নভেম্বর।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ২২ বছর পর, এই বছরের ৩০ সেপ্টেম্বর বিহারে ভোটার তালিকা সংশোধন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন বলছে, কোনও যোগ্য ভোটার বাদ না পড়ে এবং কোনও অযোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করা হয় তা নিশ্চিত করার জন্য বিহারে ভোটার তালিকার এই সংশোধন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা