পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন,
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।

প্রধানমন্ত্রী আরও লেখেন, আমার একান্ত কামনা, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande