নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): সোমবার ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই-এর ওপর সুপ্রিম কোর্ট চত্বরে হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি )।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:
ভারতের প্রধান বিচারপতি, বিচারপতি বিআর গাভাই জী-র সঙ্গে কথা বলেছি। আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তাঁর উপর হামলার ঘটনা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরনের কাজের কোনও স্থান নেই। এটি অত্যন্ত নিন্দনীয়।
এই ধরনের পরিস্থিতির মুখে বিচারপতি গাভাই যে শান্ত মনোভাব দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এটি ন্যায়বিচার বোধের প্রতি তাঁর অঙ্গীকারকে চিহ্নিত করে এবং আমাদের সংবিধানের চেতনাকেও শক্তিশালী করে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন