বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো
বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি )।

পিআইবি-র তরফে জানানো হয়েছে,

এক্স-হ্যান্ডেলে এক পোস্টে শ্রী মোদী বলেছেন: আমাদের প্যারা-অ্যাথলিটদের ঐতিহাসিক সাফল্য!

এ বছরের বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বিশেষ মাত্রা পেয়েছে। ছয়টি সোনা সহ ২২-টি পদক জয়লাভ করে ভারতীয় ক্রীড়াবিদরা সর্বকালীন সেরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাঁদের সাফল্য বেশ কয়েকজন মানুষকে অনুপ্রাণিত করবে। আমি আমাদের প্রত্যেক সদস্যের জন্য গর্বিত এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করি।

দিল্লিতে এই প্রতিযোগিতার আয়োজন ভারতের কাছে সম্মানেরও। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ১০০টি দেশের অ্যাথলিট ও সহায়ক কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande