নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বর্ষীয়ান নেতা ভিকে মালহোত্রাজি-র জীবন এবং অবদান নিয়ে লিখিত একটি নিবন্ধে তাঁর ভাবনা ভাগ করে নিয়েছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি )।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, জনসেবা, আদর্শগত দায়বদ্ধতা এবং বিভিন্ন ক্ষেত্রজুড়ে দেশ গঠনে শ্রী ভিকে মালহোত্রাজী-র পরম্পরা কয়েক দশকজুড়ে বিস্তৃত।
এক্স-হ্যান্ডেলে একটি পৃথক পোস্টে শ্রী মোদী লিখেছেন:
“শ্রী ভিকে মালহোত্রাজী-র জীবন, কর্ম এবং আমাদের দলের সেরা আদর্শকে কিভাবে তিনি আত্মস্থ করেছিলেন সেই নিয়ে আমার ভাবনা লিপিবদ্ধ করেছি। রাজনীতি ও সংসদ থেকে সেবা এবং ক্রীড়া জগতে তিনি চিরস্থায়ী ছাপ রেখে গেছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন