নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের ওপর হামলার তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, ভারতে হিংসার কোনও স্থান নেই।
রাহুল সোমবার এক্স মাধ্যমে জানিয়েছেন, ভারতের প্রধান বিচারপতির ওপর হামলা আমাদের বিচার বিভাগের মর্যাদা এবং আমাদের সংবিধানের চেতনার ওপর আঘাত। এই ধরনের বিদ্বেষের আমাদের দেশে কোনও স্থান নেই এবং নিন্দা করা আবশ্যক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা