কেরলের ৩টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা
তিরুবনন্তপুরম, ৬ অক্টোবর (হি.স.): কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাঠানমথিত্তা, ইদুক্কি এবং কোট্টায়াম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আরব স
বৃষ্টির মধ্যেই বিপত্তি, বলখালিতে সমুদ্রে ডুবে মৃত্যু এক পর্যটকের


তিরুবনন্তপুরম, ৬ অক্টোবর (হি.স.): কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাঠানমথিত্তা, ইদুক্কি এবং কোট্টায়াম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আরব সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ অক্টোবর কোল্লাম, পাঠানামথিত্তা, কোট্টায়ম, ইদুক্কিতে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ৯ তারিখ পাথানামথিত্তা, ইদুক্কিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে বদলে যেতে পারে আবহাওয়া। একইসঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande