হিমাচলে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি, তুষারপাতেরও পূর্বাভাস
শিমলা, ৬ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশে আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মান্ডি, কুল্লু, কাংড়া এবং চাম্বা জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই জেলাগুলি
হিমাচলে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি, তুষারপাতেরও পূর্বাভাস


শিমলা, ৬ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশে আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মান্ডি, কুল্লু, কাংড়া এবং চাম্বা জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়াও শিমলা, সোলান, উনা, বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, সিরমৌর এবং লাহৌল ও স্পিতি জেলার জন্যও হলুদ সতর্কতা জারি রয়েছে। আবার ৭ অক্টোবর কুল্লু, মান্ডি, কাংড়া, উনা, হামিরপুর, বিলাসপুর এবং চাম্বা সহ সাতটি জেলার জন্য একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande