নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): নতুন দিল্লির বিজ্ঞান ভবনে মঙ্গলবার (৭ অক্টোবর) ‘দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সুযোগ ও সম্ভাবনা’ সংক্রান্ত জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রকের উৎপাদন শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ওই মন্ত্রক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সমন্বয়ের ভিত্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে দেশকে স্বনির্ভর করে তোলার দিশা-নির্দেশ দেবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি )।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী নতুন ‘ডিফেন্স এক্সিম পোর্টাল’ – এর সূচনা করবেন। এর লক্ষ্য – রপ্তানি ও আমদানি সংক্রান্ত অনুমোদনের বিষয়টিকে আরও দক্ষ করে তোলা। সৃজন ডিইইপি (ডিফেন্স এস্টাব্লিসমেন্টস অ্যান্ড আন্ত্রেপ্রিনিয়ার্স প্ল্যাটফর্ম) পোর্টাল – এরও সূচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী। এই পোর্টালে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ শিল্পের বিষয়ে বিভিন্ন তথ্য সংগৃহীত থাকবে। অনুষ্ঠানে ‘অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টর পলিসি কম্পেন্ডিয়াম অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিট্রিস’ এবং আইডেক্স – এর ‘শেয়ার্ড হরাইজেন্স অফ ইনোভেশন’ শীর্ষক দুটি বইও প্রকাশ করা হবে।
এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিল্প দপ্তরের শীর্ষ আধিকারিকরা মতবিনিময় করবেন। তাঁদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন পরিমণ্ডলের বিকাশ। এক্ষেত্রে দেশীয় উৎপাদনের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হবে আলোচনায়।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন