পাটনা, ৬ অক্টোবর (হি.স.): বিহারে দুই দফায় হবে বিধানসভা নির্বাচন। যথাক্রমে ৬ ও ১১ নভেম্বর। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তোড়জোড় শুরু করে দিয়েছে শাসক ও বিরোধীরা। এমতাবস্থায় বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিহারে জয় নিয়ে তাঁরা আশাবাদী।
নভেম্বরে বিহারের দুই দফা ভোট প্রসঙ্গে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা তৃণমূল স্তরে কাজ করি। রাজ্যে সেতু, মেট্রোরেল এবং বিদ্যুৎ দেখুন। বিহারের মানুষ বিশ্বাস করে, প্রধানমন্ত্রী মোদী বিহারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং নীতীশ জি উভয়ই একসঙ্গে কাজ করবেন, বিহারে এনডিএ সরকার গঠন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা