তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ শুরু হয়েছে : সম্বিত পাত্র
নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ শুরু হয়েছে। সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, আমরা
সম্বিত পাত্র


নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ শুরু হয়েছে। সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, আমরা আবারও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 'জঙ্গলরাজ' শুরু হতে দেখেছি। খগেন মুর্মু যখন বন্যার ত্রাণ বিলির জন্য জলপাইগুড়ির নাগরাকাটায় যাচ্ছিলেন, তখন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষও তাঁর সঙ্গে ছিলেন। সেই সময়, তৃণমূল নেতাদের নির্দেশে, দলীয় কর্মীরা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর আক্রমণ করে। পুরো ভারত তা দেখেছে। খগেন মুর্মুর মাথায় আঘাত লেগেছে। আজ, একজন আদিবাসী নেতা এবং দুইবারের সাংসদকে অমানবিকভাবে আক্রমণ করা হয়েছে; এটি নিষ্ঠুরতা এবং বর্বরতা। এটি সহ্য করা উচিত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande