জয়পুরের হাসপাতালে আগুনে ৬ রোগীর মৃত্যু, সঙ্কটজনক ৫ জন
জয়পুর, ৬ অক্টোবর (হি.স.): রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে রবিবার রাতের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জন রোগীর। এছাড়াও ৫ জন রোগী সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন নিহত রোগীরা। প্রাথমিক ভাবে অনুমান, অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে শর্ট সার্
জয়পুরের হাসপাতালে আগুনে ৬ রোগীর মৃত্যু, সঙ্কটজনক ৫ জন


জয়পুর, ৬ অক্টোবর (হি.স.): রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে রবিবার রাতের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জন রোগীর। এছাড়াও ৫ জন রোগী সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন নিহত রোগীরা। প্রাথমিক ভাবে অনুমান, অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে শর্ট সার্কিট। দমকলের দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। জয়পুরের সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে রবিবার গভীর রাতে আগুন লেগে যায়। ট্রমা কেয়ারের ইন-চার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানিয়েছেন, ওই সময়ে হাসপাতালের নিউরো আইসিইউ বিভাগে মোট ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। সেখানকার একটি গুদামে প্রথম আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ-তে। অনুরাগের কথায়, ‘‘অগ্নিকাণ্ডে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং দু’জন মহিলা। বাকিদের নিরাপদে আইসিইউ থেকে বার করে আনা গিয়েছে। অন্যত্র তাঁদের চিকিৎসা চলছে।’’

হাসপাতালের আগুনে মৃতেরা হলেন সিকরের বাসিন্দা পিন্টু, জয়পুরের বাসিন্দা দিলীপ, ভরতপুরের বাসিন্দা শ্রীনাথ, রুক্মিণী ও খুরমা এবং জয়পুরের সাঙ্গনারের এলাকার বাসিন্দা বাহাদুর। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কয়েক জন মন্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন, চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম সোমবার সকালে হাসপাতাল থেকে বলেন, ‘‘শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আইসিইউতে। মুখ্যমন্ত্রীও এসেছেন। আমরা সকলে এখনও এখানেই আছি। উদ্ধারকাজ চলছে। আহতদের চিকিৎসা করা এবং দ্রুত তাঁদের সুস্থ করে তোলাই এখন আমাদের অগ্রাধিকার।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande