নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): জেলবন্দি ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট।। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী ১৪ অক্টোবর ফের শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
লেহ-তে হিংসার পর সোনমকে গ্রেফতার করা হয় এবং সে এখন যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি। স্বামীর মুক্তি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন সোনমের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। সেই আবেদনে সোমবার কেন্দ্র, লাদাখ প্রশাসন ও যোধপুর সেন্ট্রাল জেলকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। গীতাঞ্জলির হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, সোনমকে আটকের কারণ পরিবারকে জানানো হয়নি। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আটকের কারণ সোনমকে জানানো হয়েছে। ১৪ অক্টোবর ফের শুনানি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা