ওড়িশায় বিজেপি নেতাকে গুলি করে খুন, তদন্ত শুরু পুলিশের
বেরহামপুর, ৭ অক্টোবর (হি.স.): ওড়িশার বেরহামপুরে খুন হলেন বিজেপি নেতা পিতাভাস পান্ডা। সোমবার রাত ১০টা নাগাদ বিজেপি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই খুনের ঘটনার তদন্তে তিনটি দল গঠন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ব্রহ্মনগরে বিজেপি নেতার
ওড়িশায় বিজেপি নেতাকে গুলি করে খুন, তদন্ত শুরু পুলিশের


বেরহামপুর, ৭ অক্টোবর (হি.স.): ওড়িশার বেরহামপুরে খুন হলেন বিজেপি নেতা পিতাভাস পান্ডা। সোমবার রাত ১০টা নাগাদ বিজেপি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই খুনের ঘটনার তদন্তে তিনটি দল গঠন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ব্রহ্মনগরে বিজেপি নেতার বাসভবনের বাইরে, যেখানে দুই আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর জখম অবস্থায় পান্ডাকে বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পান্ডা বেরহামপুরের একজন বিশিষ্ট আইনজীবী এবং ওড়িশা রাজ্য বার কাউন্সিলের সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে আইনজীবি মহল এবং রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande