বিকানেরে লাইনচ্যুত মালগাড়ির ৩৭টি বগি, ক্ষতিগ্রস্ত রেললাইন
বিকানের, ৭ অক্টোবর (হি.স.): রাজস্থানের বিকানেরে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ির ৩৭টি বগি। মঙ্গলবার লালগড়-ফালোদি রেল সেকশনের বিকানের রেল ডিভিশনে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। আজমের থেকে কোলায়তগামী একটি মালগাড়ি গজনার এবং কোলায়ত স্টেশনের মাঝে লাইনচ্
বিকানেরে লাইনচ্যুত মালগাড়ির ৩৭টি বগি, ক্ষতিগ্রস্ত রেললাইন


বিকানের, ৭ অক্টোবর (হি.স.): রাজস্থানের বিকানেরে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ির ৩৭টি বগি। মঙ্গলবার লালগড়-ফালোদি রেল সেকশনের বিকানের রেল ডিভিশনে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। আজমের থেকে কোলায়তগামী একটি মালগাড়ি গজনার এবং কোলায়ত স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায়। মালগাড়ির ৩৭টি ওয়াগন লাইনচ্যুত হয়।

এই লাইনচ্যুতির কারণে, ট্রেন নম্বর ১৪৭০৪/০৩ লালগড়-জয়সলমের-লালগড় মঙ্গলবার বাতিল করা হয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেল প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরা রেললাইন মেরামত এবং কোচগুলি সরিয়ে ফেলা শুরু করেছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande