নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ ও ৯ অক্টোবর মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। বুধবার বিকেল তিনটে নাগাদ নবি মুম্বইয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ১৯,৬৫০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩:৩০ মিনিটে প্রধানমন্ত্রী নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন, যা প্রায় ১৯,৬৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত। এছাড়াও মুম্বইতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মুম্বই মেট্রো লাইন-৩-এর চূড়ান্ত পর্যায়ের উদ্বোধন করবেন এবং ৩৭,২৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সম্পূর্ণ মুম্বই মেট্রো লাইন-৩ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ১১টি গণপরিবহন অপারেটরের জন্য ভারতের প্রথম ইন্টিগ্রেটেড কমন মোবিলিটি অ্যাপ মুম্বই ওয়ান চালু করবেন। তিনি অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন।
৯ অক্টোবর সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী মুম্বইয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে আপ্যায়ন করবেন। দুপুর ১:৪০ মিনিটে, উভয় দেশের প্রধানমন্ত্রী মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সিইও ফোরামে যোগ দেবেন। এরপর দুপুর ২:৪৫ মিনিটে, তাঁরা উভয়েই ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা