তাঁর আদর্শের আলো সর্বদা আলোকিত করবে, মহর্ষি বাল্মীকিকে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর
নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): সামাজিক সম্প্রীতির উপর ভিত্তি করে তাঁর আদর্শের আলো সর্বদা আমাদের দেশবাসীকে আলোকিত করবে। মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লিখেছেন, “মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে সকল দেশব
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): সামাজিক সম্প্রীতির উপর ভিত্তি করে তাঁর আদর্শের আলো সর্বদা আমাদের দেশবাসীকে আলোকিত করবে। মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী লিখেছেন, “মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। তাঁর সদাচারী ও আদর্শবাদী চিন্তাভাবনা প্রাচীনকাল থেকেই আমাদের সমাজ ও পরিবারগুলিতে গভীর প্রভাব ফেলেছে।”

প্রসঙ্গত, বাল্মীকি সংস্কৃত সাহিত্যের অমর কবি হিসাবে পরিগনিত। প্রথম মহাকাব্য রামায়ণের রচয়িতা হিসেবে সম্মানিত। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্বাব্দের প্রথম শতাব্দীতে তিনি মহাকাব্য রামায়ণ লেখেন। বাল্মীকিকে আদিকবি বা কবিগুরু বলার কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। তাঁকে রামায়ণ ব্যতীত ‘যোগবশিষ্ঠ’ নামে অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতা বলেও অনেকে মনে করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande