নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): ভারতের প্রতিরক্ষা আত্মনির্ভরতা এখন অ্যাকশন মোডে রয়েছে। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতা নীতি এবং ঘোষণার বাইরেও এগিয়ে গিয়েছে, কর্ম, প্রভাব এবং ব্যাপক স্বীকৃতির পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার নতুন দিল্লিতে রক্ষা নবচর সংবাদে বক্তব্য রাখার সময় রাজনাথ সিং বলেন, সরকার আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল গতিশীলতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন, কারণ এখন যুদ্ধগুলি প্রযুক্তি দ্বারা ক্রমবর্ধমানভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, গত দশ বছরে, সরকার দেশে প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় নকশা, উন্নয়ন এবং উৎপাদনকে উৎসাহিত করার জন্য আত্মনির্ভর ভারতের অধীনে বেশ কয়েকটি নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ মূলধন অধিগ্রহণ ২০২১-২২ সালে ৭৪ হাজার কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ সালের শেষ নাগাদ এক লক্ষ ২০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। রাজনাথ সিং উল্লেখ করেন, ভারতের প্রতিরক্ষা শিল্প এক লক্ষ ৫০ হাজার কোটি টাকার উৎপাদন অর্জন করেছে, যেখানে প্রতিরক্ষা রফতানি ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা