নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): অনুপ্রবেশ, ভোটব্যাঙ্কের রাজনীতিতে বীতশ্রদ্ধ পশ্চিমবঙ্গের জনতা। কটাক্ষ করে বললেন বিজেপি রবিশঙ্কর প্রসাদ। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি রবিশঙ্কর প্রসাদ বলেন, মমতাজি, দয়া করে গণতন্ত্র নিয়ে কথা বলা বন্ধ করুন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমি একটা কথা বলব: মমতাজিকে সুশাসনের মডেল বলে অভিহিত করা সেই বিশিষ্ট বুদ্ধিজীবীরা কেন চুপ? তাঁর শাসনকালে আদিবাসী সম্প্রদায়ের একজন সাংসদের উপর এমন মারাত্মক আক্রমণ করা হয়েছে, আর আপনি চুপ করে আছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং আগামী নির্বাচনে, মমতাজি, আপনি অবশ্যই বিধানসভা নির্বাচনে চূড়ান্ত পরাজয়ের মুখোমুখি হবেন। সেখানকার মানুষ অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ, ভোট ব্যাঙ্কের রাজনীতি, হয়রানি এবং প্রতিবাদকারীদের উপর মারাত্মক আক্রমণে অতিষ্ঠ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা