মালগাড়ি লাইনচ্যুত, শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
08 Oct 2025
দুবাই, ৮ অক্টোবর (হি.স.): আহমেদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয়ের পর ভারতের অভিজ্ঞ তারকারা আইসিসি পুরুষদের টেস্ট খেলোয়াড় র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ম্যাচে তিনটি উইকেট নেওয়া পেসার জসপ্রীত বুমরাহ ..
অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর (হি.স.): বুধবার ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় দ্বিতীয় যুব টেস্টে অস্ট্রেলিয়ান অনূর্ধ্ব-১৯ দল তাদের প্রতিপক্ষকে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে ভারত ১৩ ওভারেরও..
সিডনি, ৮ অক্টোবর (হি.স.) : ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাসেজ টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অ্যাসেজ টেস্ট সিরিজের শুরুতে এবং সম্ভবত পুরো সিরিজে খেলতে পারবেন না। বুধবার সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে , নতুন স্ক্য..
দুবাই, ৮ অক্টোবর (হি.স.): এশিয়া কাপে বিস্ফোরক ব্যাটিংয়ে টুর্নামেন্ট-সেরা হওয়া অভিশেক শর্মা পেতে পারেন আরেকটি দারুণ স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন টি-২০ র ভারতীয় ওপেনার। সেপ্টেম্বরের সেরার লড়াইয়ে আরও ..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha