দুবাই, ৮ অক্টোবর (হি.স.): আহমেদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয়ের পর ভারতের অভিজ্ঞ তারকারা আইসিসি পুরুষদের টেস্ট খেলোয়াড় র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ম্যাচে তিনটি উইকেট নেওয়া পেসার জসপ্রীত বুমরাহ টেস্টে শীর্ষস্থানীয় বোলার হিসেবে তাঁর লিড বজায় রাখলেও, তাঁর সঙ্গী মহম্মদ সিরাজ তিন ধাপ এগিয়ে সামগ্রিকভাবে দ্বাদশ স্থানে উঠে এসেছেন এবং তাঁর কেরিয়ার সেরা রেটিংও অর্জন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সিরাজ সাত উইকেট নিয়েছিলেন।
আহমেদাবাদে চার উইকেট নেওয়ার পর ভারতের প্রধান স্পিনার কুলদীপ যাদব সাত ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছেছেন। ব্যাটসম্যানদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে, রবীন্দ্র জাদেজা তাঁর অপরাজিত সেঞ্চুরির ফলে ছয় ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। আহমেদাবাদে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কেএল রাহুল চার ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন, অন্যদিকে তাঁর সতীর্থ ওয়াশিংটন সুন্দর চার ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি