মহিলা ওয়ানডে বিশ্বকাপ: ইংল্যান্ড হারাল বাংলাদেশকে
গুয়াহাটি, ৮ অক্টোবর (হি.স.) : মহিলা ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ৪ উইকেটে। গুয়াহাটিতে মঙ্গলবার স্রেফ ১৭৮ রানের পুঁজি নিয়ে শুরু থেকে দারুণ বোলিংয়ে সম্ভাবনা জাগায় বাংলাদেশ। ৩০তম ওভারে ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১৩০। এরপর
মহিলা ওয়ানডে বিশ্বকাপ: ইংল্যান্ড হারাল বাংলাদেশকে


গুয়াহাটি, ৮ অক্টোবর (হি.স.) : মহিলা ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ৪ উইকেটে। গুয়াহাটিতে মঙ্গলবার স্রেফ ১৭৮ রানের পুঁজি নিয়ে শুরু থেকে দারুণ বোলিংয়ে সম্ভাবনা জাগায় বাংলাদেশ। ৩০তম ওভারে ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১৩০। এরপর আর পেরে ওঠেনি বাংলাদেশ। সপ্তম উইকেটে নাইট ও চার্লি ডিনের অবিচ্ছিন্ন ৭৯ রানের পুঁজিতে ইংল্যান্ড জিতে যায় ২৩ বল বাকি থাকতে। ১০১ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান নাইট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ১৭৮ ( শারমিন ৩০, সোবহানা ৬০,রাবেয়া ৪৩*; স্মিথ ৩৩-২, ডিন ২৮-২, ক্যাপসি ৩১-২)

ইংল্যান্ড: ৪৬.১ ওভারে ১৮২/৬ (নাইট ৭৯*, সিভার-ব্রান্ট ৩২, ডাঙ্কল ক্যাপসি ২০, ডিন ২৭*; মারুফা ২৮-২)

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande