কলম্বো , ৮ অক্টোবর(হি.স.): বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মহিলা ওয়ানডে বিশ্বকাপের লিগ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে অসিদের ১৬-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।বুধবার তারা জিততে পারলেই তাদের অপরাজিত থাকার ধারাটাকে অক্ষুন্ন রাখতে পারবে এবং সেই সঙ্গে এই ফর্ম্যাটের ইতিহাসে একক প্রতিপক্ষ হিসেবে সর্বোচ্চ জয় পাবে।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান মহিলা ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:
**ম্যাচ: ১৬টি
**অস্ট্রেলিয়া জিতেছে: ১৬টি
**পাকিস্তান জিতেছে: ০
**শেষ ফলাফল: অস্ট্রেলিয়া পাকিস্তানকে ১০১ রানে হারিয়েছে ( সিডনি, ২০২৩)
ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:
**ম্যাচ: ৫টি
**অস্ট্রেলিয়া জিতেছে: ৫টি
**পাকিস্তান জিতেছে: ০
**শেষ ফলাফল: অস্ট্রেলিয়া পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে (মাউন্ট মাউঙ্গানুই, ২০২২)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি