বোকা জুনিয়র্স কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুশো ৬৯ বছর বয়সে মারা গেলেন
বুয়েনস আইরেস, ৯ অক্টোবর (হি.স.) : বোকা জুনিয়র্স কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুশো বুধবার ৬৯ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেলেন, ক্লাবটি জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার হাসপাতালে থাকার পর জীবনের শেষ দিন গুলোতে বাড়িতে
বোকা জুনিয়র্স কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুশো ৬৯ বছর বয়সে মারা গেলেন


বুয়েনস আইরেস, ৯ অক্টোবর (হি.স.) : বোকা জুনিয়র্স কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুশো বুধবার ৬৯ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেলেন, ক্লাবটি জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার হাসপাতালে থাকার পর জীবনের শেষ দিন গুলোতে বাড়িতেই ছিলেন। তবে, স্বাস্থ্যের অবনতি সত্ত্বেও তিনি তাঁর কোচিং সহকর্মীদের এবং ক্লাবের পদমর্যাদার সঙ্গে ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

রুশো বোকার হয়ে ২০০৭ সালে কোপা লিবার্তাদোরেস ট্রফি জিতেছিলেন এবং ২০২০ সালে ক্লাবের হয়ে আর্জেন্টিনার শিরোপা নিশ্চিত করেছিলেন এবং এই বছর ক্লাব বিশ্বকাপে তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া রুশো আর্জেন্টিনার বাইরে ইউনিভার্সিদাদ দে চিলি, স্পেনের সালামাঙ্কা, মেক্সিকোর মোরেলিয়া, সেই সঙ্গে আলিয়াঞ্জা লিমা, সেরো পোর্টেনো, মিলোনারিওস এবং সৌদি আরবের আল-নাসরের হয়ে ভূমিকা ছিল। এস্তুদিয়ান্তেসের প্রাক্তন খেলোয়াড় রুশো ক্লাবের হয়ে ৪০০ টিরও বেশি খেলায় অংশ নিয়েছেন, জিতেছেন দুটি জাতীয় শিরোপা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande