মিন্দানাও, ১০ অক্টোবর (হি.স.): ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৩। কম্পনের জেরে জারি করা হয়েছে সতর্কতা।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার, সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। মিন্দানাওতে হওয়া এই কম্পনের উৎসস্থল মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। এই কম্পনের মাত্রা ছিল ৭.৩।
এই ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করার পাশাপাশি সম্ভাব্য আফটার শকের বিষয়েও সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ