কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ভারত খেলবে। বাছাইপর্বে ব্লু টাইগার্স বর্তমানে গ্রুপ সি-এর তলানিতে রয়েছে, দুটি ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করেছে। তবে, সিঙ্গাপুরের বিপক্ষে ডাবল হেডারে (হোম এবং অ্যাওয়ে) ভালো ফলাফল করলে সবকিছু বদলে যেতে পারে। সিঙ্গাপুর বর্তমানে দুটি খেলায় চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলনে ভারতের কোচ খালিদ জামিল বলেছেন, “আমরা প্রথমে বাইরে খেলছি, তাই শুরুতে আমাদের অবশ্যই ইতিবাচক ফলাফলের প্রয়োজন।”
গত মাসে আমরা ক্যাফে খেলেছি, এবং এটি সত্যিই আমাদের দল গঠনে সাহায্য করেছে। সমস্ত খেলোয়াড় পেশাদার, তাই তারা জানে কীভাবে প্রস্তুতি নিতে হয় এবং দায়িত্ব নিতে হয়। এশিয়ান কাপ বাছাইপর্বের খেলাটি কালাংয়ের সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতীয় সময় বিকেল ৫টা। খেলাটি ভারতের কোনও টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি