দুবাই , ৯ অক্টোবর (হি.স.) : ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের মর্যাদায় পৌঁছেছেন, যা পর্তুগিজ গ্রেটের মোট সম্পদের মূল্য আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে। জুন মাসে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি নতুন চুক্তি স্বাক্ষর করার পর ৪০ বছর বয়সী এই স্ট্রাইকারের আর্থিক উন্নতি ঘটে।
ব্লুমবার্গ জানিয়েছে যে ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনাল্ডো ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি বেতন আয় করেছেন, এর সঙ্গে বার্ষিক প্রায় ১৮ মিলিয়ন ডলার মূল্যের নাইকির সঙ্গে এক দশক ধরে চুক্তি এবং আরমানি, ক্যাস্ট্রোল এবং অন্যান্যদের সঙ্গে লাভজনক এনডোর্সমেন্টের ফলে তাঁর সম্পদে ১৭৫ মিলিয়ন ডলারেরও বেশি যোগ হয়েছে।
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসর-এ রোনাল্ডোর স্থানান্তর তাঁকে ইতিমধ্যেই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়ে পরিণত করেছে, যার বার্ষিক বেতন ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৭.৫২ মিলিয়ন ডলার), বোনাস এবং সৌদি আরবের ক্লাবে তাঁর ১৫ শতাংশ শেয়ার রয়েছে বলে জানা গেছে। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি তাঁর কেরিয়ারে কর-পূর্ব বেতন হিসেবে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন।
রোনালদোর বিলিয়নিয়ার মর্যাদা তাঁকে এমন এক বিরল ক্রীড়াবিদের দলে স্থান করে দিয়েছে যার মধ্যে রয়েছেন বাস্কেটবল গ্রেট মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন এবং লেব্রন জেমস, গলফার টাইগার উডস এবং টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি