দুবাই, ৯ অক্টোবর(হি.স.): বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে স্মৃতি মান্ধানা মহিলাদের ওয়ানডেতে সর্বাধিক ক্যালেন্ডার রানের রেকর্ড ভেঙেছেন।
১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের ৯৭০ রানের রেকর্ডটি ভেঙে দেন এই ভারতীয় ওপেনার।
বাঁ-হাতি এই বোলার ১৭টি ম্যাচে তাঁর রান সংগ্রহ করেছেন গড়ে ৬০ এর কাছাকাছি এবং স্ট্রাইক রেট ১১৩.৭৬। ২০২৫ সালে তিনি চারটি সেঞ্চুরি করেছেন।
তালিকার পরবর্তী সেরা ভারতীয় হলেন দীপ্তি শর্মা, যিনি ২০১৭ সালে ২০ ম্যাচে ৭৮৭ রান করেছিলেন।
এক ক্যালেন্ডার বছরে ওডিআই তে সর্বাধিক রান:
**স্মৃতি মান্ধানা (ভারত) - ৯৭২(২০২৫)
**বেলিন্ডা ক্লার্ক ( অস্ট্রেলিয়া) - ৯৭০(১৯৯৭)
**লরা ওলভার্ড ( দক্ষিণ আফ্রিকা) - ৮৮২ (২০২২)
**ডেবি হকলি (নিউজিল্যান্ড) - ৮৮০ (১৯৯৭)
**অ্যামি স্যাটার্থওয়েট (নিউজিল্যান্ড) - ৮৫৩ (২০১৬)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি