অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ: নাইজেরিয়াকে উড়িয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
সান্তিয়াগো, ৯ অক্টোবর(হি.স): চিলির সান্তিয়াগোয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন পরাশক্তিরা। বৃহস্পতিবার এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে
অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ: নাইজেরিয়াকে উড়িয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা


সান্তিয়াগো, ৯ অক্টোবর(হি.স): চিলির সান্তিয়াগোয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন পরাশক্তিরা। বৃহস্পতিবার এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে মাহের কারিজো জোড়া গোল করেছেন। বাকি গোল দুটি করেন আলেজো সারকো এবং মাতেও সিলভেত্তি।

দীর্ঘ ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। সবশেষ ২০১১ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকোকে। আগামী রবিবার একই মাঠে হবে ম্যাচটি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande