মহিলা বিশ্বকাপ : বৃহস্পতিবার ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার
বিশাখাপত্তনম, ৯ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ভারত ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে তাদের অপরাজিত শুরু ধরে রাখার চেষ্টা করবে। টানা দুই জয়ে ভারত টেবিলের দ্বিতীয় স্থানে আছে। আর প্রথম ম্যাচে ইনল্যান্ডে
মহিলা বিশ্বকাপ: আজ ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার


বিশাখাপত্তনম, ৯ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ভারত ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে তাদের অপরাজিত শুরু ধরে রাখার চেষ্টা করবে। টানা দুই জয়ে ভারত টেবিলের দ্বিতীয় স্থানে আছে। আর প্রথম ম্যাচে ইনল্যান্ডের কাছে হারার পর নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ওয়ানডে বিশ্বকাপ ম্যাচের আগে মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:

*ম্যাচ: ৩৩

*ভারত জিতেছে: ২০

*দক্ষিণ আফ্রিকা জিতেছে: ১২

*কোনও ফলাফল নেই: ১

*শেষ ফলাফল: ভারত দক্ষিণ আফ্রিকাকে ২৩ রানে হারিয়েছে (কলম্বো, ২০২৫)

ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা-ম্যাচের হেড-টু-হেড রেকর্ড

*ম্যাচ: ৫

*ভারত জিতেছে: ৩

*দক্ষিণ আফ্রিকা জিতেছে: ২

*শেষ ফলাফল: দক্ষিণ আফ্রিকা ভারতকে ৩ উইকেটে হারিয়েছে (ক্রাইস্টচার্চ, ২০২২)

ওয়ানডেতে

ভারতের সর্বাধিক রান:

*স্মৃতি মান্ধানা (ভারত) ১৮ ম্যাচে ৯০৬ রান।

**মিতালি রাজ (ভারত) ২৪ ম্যাচে ৮৮২ রান

**হরমনপ্রীত কৌর (ভারত) ২৩ ম্যাচে ৮০২ রান

ভারতের সবচেয়ে বেশি উইকেট:

**ঝুলন গোস্বামী (ভারত) ২০ ম্যাচে ৩৪ উইকেট

**শিখা পান্ডে (ভারত) ১৪ ম্যাচে ২৫ উইকেট

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande