কলম্বো, ৯ অক্টোবর (হি.স.) : বিশ্বজয়ীদের কাছে ফতিমা সানারা হারলেন ১০৭ রানে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৯ উইকেটে ২২১। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হল ৩৬.৩ ওভারে ১১৪ রানে। এ দিনের জয়ের ফলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। তবু তারা ৯ উইকেটে ২২১ রান তুলল বেথ মুনির ১০৯ এবং অ্যালানা কিংয়ের অপরাজিত ৫১ রানের ইনিংসের সুবাদে। নবম উইকেটের জুটিতে মুনি-কিং তুললেন ১০৬ রান। এই জুটিই ব্যাকফুটে ঠেলে দিল পাকিস্তানকে।
পাকিস্তানের সফলতম বোলার নাশরা সান্ধু ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৯ রানে ২ উইকেট রামিন শামিমের। ৪৯ রানে ২ উইকেট ফতিমার। জয়ের জন্য ২২২ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যের মুখে পড়ল পাকিস্তানও। সিদরা আমিন ছাড়া কেউ অস্টেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। অস্ট্রেলিয়ার সফলতম বোলার কিম গ্রাথ ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৫ রানে ২ উইকেট মেগান শাটের। সাদারল্যআন্ড ২ উইকেট পেয়েছেন ১৫ রান খরচ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি