
আগরতলা, ১ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফির তৃতীয় খেলায় বাংলা ও ত্রিপুরা মুখোমুখি। এদিকে, শনিবার টসে জিতেই ফিল্ডিং বেছে নিয়েছে ঘরের মাঠে ত্রিপুরা। অন্যদিকে, বাংলাকে ব্যাটিং করার জন্যে স্বাগত জানায়। এরপর গোড়া পত্তন করে ওপেনাররা। এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার - এদিন বাংলা দলে প্রথম একাদশে ৪টি পরিবর্তন করা হয়েছে। অভিমন্যু ঈশ্বরণ, সুরজ সিন্ধু জয়সোয়াল, আকাশদীপ ও সুদীপ চ্যাটার্জির পরিবর্তে দলে অন্তর্ভুক্ত সাকির হাবিব গান্ধী, মহম্মদ কাইফ, রাহুল প্রসাদ ও কাজী জুনায়েদ সইফি। ডেলিভারি বয় একদা রাহুল প্রসাদের এদিন খেলার মাঠে অভিষেক হয়েছে। দলে প্রথম একাদশে সুযোগ মিলতেই তাঁকে টুপি উপহার দেওয়া হয়। মহম্মদ শামি তাঁর হাতে তা তুলে দেয়। উল্লেখ্য, শামির ভাই মহম্মদ কাইফ তৃতীয় খেলায় অংশগ্রহণ করেছে। এই খেলায় দুইভাই একসঙ্গে লড়ছে। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ও হাত বেশ ভালো। প্রথম দিকেই উইকেট পতন। এদিন ওপেনিং জুটি'তে সুদীপ চ্যাটার্জির পরিবর্ত খেলোয়াড় কাজী জুনায়েদ সইফি ০ রানে ফিরেছেন। বাংলা দল ১/৬ রান (৪ ওভার)। রানের গতি স্লো। সুদীপ ঘরামি ও সাকির হাবিব গান্ধী রয়েছে ক্রিজে। মন্থর গতিতেই এরপর খেলা এগিয়ে চলেছে - ১/৬৮,(২৯)ওভার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত