
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : পাঞ্জাবের অমৃতসরে সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন বাংলার ক্ষুদে ফুটবলাররা কলকাতা ফিরল। সোমবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছায়। তাদেরকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ'র র তরফেও এ নিয়ে ব্যবস্থা ছিল। ঢাকের তালে আচমকা মুখরিত হয়ে যায় হাওড়া স্টেশন চত্বর সংলগ এলাকা। দলের প্রধান ফুটবল কোচ গৌতম ঘোষ সহ বাংলা দলের বাকি কর্মকর্তা ও সদস্যদের ফুলের মালা, ফুলের তোড়া, উত্তরীয় পরিয়ে ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়। আইএফএ'র সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা ও আইএফএর বিভিন্ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওই উষ্ণ সংবর্ধনায় আপ্লুত কোচ থেকে শুরু ফুটবলার সহ অন্যান্য সমস্ত সদস্যরা। উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ শ্রী গুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে দিল্লিকে ৩ - ০ গোল ব্যবধানে বাংলা দল ১০ বছর পর খেতাব জিতেছে। তিন ছিল অধরা। বাংলার সাগ্নিক কুন্ডু দলকে ওই সম্মান আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত