রঞ্জি ট্রফি - রেলওয়েজ ফলো অন - ৫/৯০ রান, বাংলার চেয়ে ১৬২ রানে পিছিয়ে
সুরাট ১৯ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে ফলো - অনে বাধ্য হল রেলওয়েজ। বাংলার বিরুদ্ধে সোমবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষে তাদের ২য় ইনিংসে এ পর্যন্ত সংগ্রহ - ৫ উইকেটে ৯০ রান। তবুও বাংলা দলের চেয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে রয়ে
রঞ্জি ট্রফি - রেলওয়েজ ফলো অন - ৫/৯০ রান, বাংলার চেয়ে ১৬২ রানে পিছিয়ে


সুরাট ১৯ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে ফলো - অনে বাধ্য হল রেলওয়েজ। বাংলার বিরুদ্ধে সোমবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষে তাদের ২য় ইনিংসে এ পর্যন্ত সংগ্রহ - ৫ উইকেটে ৯০ রান। তবুও বাংলা দলের চেয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে রয়েছে রেলওয়েজ। মঙ্গলবার খেলা শেষ হবে। চতুর্থদিনে বাংলা দলের টার্গেট - ৫ উইকেট। শাহবাজ আহমেদ ২/২৬, মহম্মদ কাইফ - ১/২, রাহুল প্রসাদ - ২/৩৪ রান দিয়ে উইকেট তুলে নিয়েছে। উইকেট পতন - ১/৫ (২ ওভার), ২/৩৬ (১৪.৩ ওভার), ৪/৬৪ (২৭ ওভার), ৫/৬৬ (৩০ ওভার)। দ্রুততার সঙ্গে সকালের দিকেই তুলে নিতে হবে। এবং ১৬২ রানের মধ্যে তাদেরকে প্যাভিলিয়নে ফেরৎ পাঠাতে হবে। এদিকে, ৭ পয়েন্ট সুনিশ্চিত করতে হলে এছাড়াও কোনও বিকল্প নেই। এর পাল্টা রেলওয়েজ, তাদের লক্ষ্য ড্র। পয়েন্ট হারাতে রাজি নয়।

উল্লেখ্য, ওই খেলায় প্রথম ইনিংসে বাংলার ৪৭৪ রানের প্রত্যুত্তরে রেলওয়েজ ২২২ রানে সকলেই আউট হয়েছে। ফলো অন এড়াতে পারে নি রেলওয়েজ। নিতান্তই বাধ্য হয়েছে। এর মোকাবিলায় প্রস্তুত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande