
মাদ্রিদ, ১০ নভেম্বর (হি.স.): লা লিগার ম্যাচে রবিবার ভাইয়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে হারের হতাশা ভোলার আগেই, লা লিগায় ধাক্কা খেল তারা। তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়ে গেল বার্সিলোনা।
ম্যাচে রিয়াল দাপট দেখালেও দারুণ খেলে তাদের রুখে দিয়েছে ভায়েকানো।
ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছিল রিয়াল। অন্য দিকে, ভাইয়েকানোর ১৩ শটের দুটি ছিল লক্ষ্যে।
১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভিয়ারেয়াল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত তিনে আছে শিরোপাধারী বার্সিলোনা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি