রঞ্জি ট্রফি ক্রিকেটে প্রথম ইনিংসে রেলওয়েজ ২২২ রান ও ফলো অনে বাধ্য
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে - রেলওয়েজ কে প্যাঁচ ফেলতে চাইলেও বাংলা দলের খেলোয়াড়দের ফাঁদে পা ফেলে নি। প্রথম আড়াই ঘন্টাতে যদিও ৯১ রান যোগ করেছে তবে কোনও উইকেট পতন হয় নি। রেলওয়েজের প্রথম ইনিংসে তৃতীয় দিনে ৭৩ ওভারে মধ্যাহ্নভোজে
রঞ্জি ট্রফি ক্রিকেটে প্রথম ইনিংসে রেলওয়েজ ২২২ রান ও ফলো অনে বাধ্য


কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে - রেলওয়েজ কে প্যাঁচ ফেলতে চাইলেও বাংলা দলের খেলোয়াড়দের ফাঁদে পা ফেলে নি। প্রথম আড়াই ঘন্টাতে যদিও ৯১ রান যোগ করেছে তবে কোনও উইকেট পতন হয় নি। রেলওয়েজের প্রথম ইনিংসে তৃতীয় দিনে ৭৩ ওভারে মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত দলগত স্কোর ৫/১৮৮ রান। ২৮৬ রানে পিছিয়ে থাকা সত্ত্বেও হাল ছাড়ে নি বাংলা ও এরপর লাঞ্চ ঘোষণা করা হয়। মধ্যাহ্নভোজের বিরতির আগেই বাংলা দল গত আড়াই ঘন্টাতে নতুন করে কোনও উইকেট তুলতে পারে নি। অঘটন আজও ঘটে। মধ্যাহ্নভোজের পরেই যদিও উইকেট ভাঙতে থাকে। পরের ১০ ওভারে (৮২.২ ওভারে) ফের ৪ টি উইকেট খোয়া যায়। তখন দলের স্কোর - ৯/২০৮ রান। মহম্মদ কাইফ ও রাহুল প্রসাদ দুটি করে উইকেট তুলে নিয়েছে। চা - পান বিরতির আগেই যদিও প্রথম ইনিংস শেষ হয়েছে তাদের। ১৪ রান যোগ করেছে রেলওয়েজ ও ২২২ রানে অল আউট। সুুতরাং ২৫২ রানে বাংলার লিড। এর পরিপ্রেক্ষিতেই ফলো - অনে বাধ্য হয়েছে রেলওয়েজ দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande