
সুরাট, ১০ নভেম্বর (হি. স.) : বাংলা বনাম রেলওয়েজ রঞ্জি ট্রফি ক্রিকেটে তৃতীয় দিনের খেলায় সোমবার প্রথমার্ধে নতুন করে উইকেট তুলতে ব্যর্থ হল বাংলা দল। প্রথম ইনিংসে ৪৭৪ রানের জবাবে মাত্র ৯৭ রান হাতে নিয়েই এদিন খেলতে নামে রেলওয়েজ দল। প্রথম ঘন্টায় তাদের সংগ্রহ - ৫/১২৮ রান, ৩১ রান যোগ করেছে (৪৯ ওভারে)। তবে, ৩৪৬ রানে পিছিয়ে থাকে রেলওয়েজ। প্রথম দু ঘন্টার মধ্যেও বাংলার বোলারদের সাবলীল ভাবে সামাল দিয়েছে। কাজেই পঞ্চম উইকেট জুটি ভাঙতে পারে নি রেলওয়েজ দলের। পরবর্তীতে বিপক্ষের দলগত স্কোর - ৫/১৬৫ রান (৬৩ ওভার)। যদিও এ পর্যন্ত ৩০৯ রানে পিছিয়ে রয়েছে রেলওয়েজ। উল্লেখ্য, দ্বিতীয় দিনে সুরজ ও শাহবাজ যে আক্রমন করেছে এদিন তা বিষহীন হয়ে পড়ে। সুরজের বদলে বিশাল ভাতিকে আনা হয়। তবুও পরিস্থিতি যা ছিল তাই থাকে। এদিন রেলওয়েজ ও বাংলা দল উভয়ই লড়াইয়ের মধ্যেই রয়েছে। মধ্যাহ্নভোজের বিরতির আগে যদিও ফলো অনের দিকে তাকিয়ে রয়েছে বাংলা দল। রেলওয়েজ লড়াইয়ে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত