বাড়ছে খাদ্যপণ্যের দাম, পরিস্থিতি সামাল দিতে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
ওয়াশিংটন, ১৫ নভেম্বর (হি. স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমেরিকায় ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম। ফলে দেশে সাধারণ মানুষের মনে বাড়ছে অসন্তোষ। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকটি খাদ্যপণ্যের উপরে শুল্ক প্রত্যাহার করতে বাধ্য
ট্রাম্প


ওয়াশিংটন, ১৫ নভেম্বর (হি. স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমেরিকায় ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম। ফলে দেশে সাধারণ মানুষের মনে বাড়ছে অসন্তোষ। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকটি খাদ্যপণ্যের উপরে শুল্ক প্রত্যাহার করতে বাধ্য হলেন ট্রাম্প।

বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত হারে শুল্ক চাপিয়ে দেওয়ায় আমেরিকায় দাম বেড়ে গিয়েছে খাদ্য পণ্যের। দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। বিপাকে পড়ে পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে পড়েছেন ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোরুর মাংস, কফি এবং আম-কলার মত বিশেষ কিছু ফল-সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, ট্রাম্পের নতুন নির্দেশে, চা, ফলের রস, কোকো, মশলা, কলা, কমলালেবু, টমেটো এবং কিছু সারের উপর থেকে শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে বহু পণ্য আমেরিকায় উৎপাদন হয় না। এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande