ইউক্রেনে ফের ড্রোন হামলা রাশিয়ার, মৃত অন্তত ৮
কিয়েভ, ১৫ নভেম্বর ( হি. স.) : ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ দক্ষিণের কয়েকটি শহরে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালায় রুশ সেনা। শুক্রবার রাতভর এই হামলায় ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। ইউক্রেনের সেনার
ইউক্রেনে ফের ড্রোন হামলা রাশিয়ার, মৃত অন্তত ৮


কিয়েভ, ১৫ নভেম্বর ( হি. স.) : ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ দক্ষিণের কয়েকটি শহরে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালায় রুশ সেনা। শুক্রবার রাতভর এই হামলায় ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু।

ইউক্রেনের সেনার তরফে দাবি করা হয়েছে, এদিন শয়ে শয়ে মিসাইল, ড্রোন নিয়ে রাজধানী কিয়েভ এবং দেশের দক্ষিণের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহত হয়েছেন অসংখ্য মানুষ। বর্তমানে তাঁরা হাসপাতলে চিকিৎসাধীন। রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর, সরকারি ভবন এবং স্কুল। বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রুশ সেনা ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র নিয়ে ফের ইউক্রেনে আক্রমণে করেছে। এটি ছিল এখনও পর্যন্ত রাজধানী কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলির মধ্যে অন্যতম।”

প্রসঙ্গত, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande