
ঢাকা, ১৫ নভেম্বর (হি.স.): বাংলাদেশে রামগড় থানার পুলিশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এনফোর্সমেন্ট অফিসারদের সঙ্গে যৌথ অভিযানে অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) চক্রের পর্দাফাঁস করেছে। এই অভিযানেই চিনা নাগরিক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন বাংলদেশি। পুলিশ জানিয়েছে, ১৪ নভেম্বর রাত ৮:৪৫ মিনিটে রামগড় শহরের ৪ নম্বর ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি ঘরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, সিম বক্স এবং বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে অবৈধ কল রাউটিং সেন্টার পরিচালিত হওয়ার স্পষ্ট প্রমাণ পেয়েছেন আধিকারিকরা। দুই চিনা নাগরিক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বিদেশী নাগরিকদের মধ্যে রয়েছে জিয়াং চেংটং (৩৩ বছর বয়সী, পাসপোর্ট নম্বর EK1378738) এবং তাং টংউ (৩২ বছর বয়সী, পাসপোর্ট নম্বর EH2768724)। উভয়ই চট্টগ্রাম শহরের উত্তর খুলশী এলাকায় বসবাস করছিল। দু'জনেই চিনের নাগরিক। তৃতীয়জন মো. আসিফ উদ্দিন (২৫ বছর), চট্টগ্রামের ফকিরাখালীর বাসিন্দা।
অভিযানের সময় ৩১টি পোর্ট সহ পাঁচটি সিম বক্স, ২৫৬টি পোর্ট সহ একটি সিম বক্স, ছয়টি মাল্টি-সার্ভিস রাউটার প্যানেল, ছয়টি পাওয়ার প্যানেল, একটি এনভিআর, একটি পিওই সুইচ, একটি ওএনইউ, একটি ওয়াইফাই রাউটার, বিভিন্ন অ্যান্টেনা, তার এবং অন্যান্য প্রযুক্তিগত উপকরণ উদ্ধার করা হয়েছে। আধিকারিকদের মতে, এই ডিভাইসগুলি অবৈধভাবে স্থানীয় নেটওয়ার্কগুলিতে আন্তর্জাতিক কল ডাইভার্ট করার জন্য ব্যবহার করা হচ্ছিল, যার ফলে সরকারি রাজস্বের উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছিল। টেলিযোগাযোগ প্রয়োগকারী অধি দফতরের উপ-সহকারী পরিচালক মোশাররফ হোসেনের অভিযোগের ভিত্তিতে, ১৫ নভেম্বর প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনজন অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ----------------
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা