রবিবারের পর সোমবারও বাংলাদেশে শাটডাউন পালনের ডাক আওয়ামী লিগের
নয়াদিল্লি, ১৫ নভেম্বর, (হি.স.): বাংলাদেশ সরকার চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর প্রতিবাদেই রবিবার ‘শাটডাউন’ পালনের ডাক দিয়েছিল আওয়ামী লিগ। সোমবার সেই ডাক দিয়েছে তারা। এদিকে, হাসিনা এবং তাঁর
রবিবারের পর সোমবারও বাংলাদেশে শাটডাউন


নয়াদিল্লি, ১৫ নভেম্বর, (হি.স.): বাংলাদেশ সরকার চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর প্রতিবাদেই রবিবার ‘শাটডাউন’ পালনের ডাক দিয়েছিল আওয়ামী লিগ। সোমবার সেই ডাক দিয়েছে তারা।

এদিকে, হাসিনা এবং তাঁর দল আওয়ামী লিগের বক্তব্য, ইউনুস প্রশাসনের লিখে দেওয়া রায়ই পাঠ করবেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি। তাতে সরকারের বাসনার অন্যথা হবে না, মৃত্যুদণ্ডই দেওয়া হবে নেত্রীকে ধরে নিয়েছে হাসিনার দল। ‌

ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে চলা মামলা নিয়ে শেখ হাসিনা এর আগে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। ‌তাঁর দাবি, ওই ট্রাইবুনাল গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারের জন্য। এমন ট্রাইব্যুনালে তাঁর এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিচার হতে পারে না। হাসিনা সেই কারণেই সেনা সদস্যদের ট্রাইবুনালে বিচারের বিরুদ্ধেও সরব হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande