বাংলাদেশী ট্রলার সহ ২৪ জন মৎস্যজীবী গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : ফ্রেজারগঞ্জে ফের বাংলাদেশী ট্রলার সহ ২৪ জন মৎসজীবী গ্রেফতার। ঘটনায় প্রকাশ, বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগেই সোমবার রাতে আবারও এক বাংলাদেশি ট্রলার সমেত ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল র
বাংলাদেশী ট্রলারের মৎস্যজীবীদের সীমা লঙ্ঘন


কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : ফ্রেজারগঞ্জে ফের বাংলাদেশী ট্রলার সহ ২৪ জন মৎসজীবী গ্রেফতার।

ঘটনায় প্রকাশ, বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগেই সোমবার রাতে আবারও এক বাংলাদেশি ট্রলার সমেত ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। পুলিশ জানিয়েছে ‘এফ বি নূরে মাদিনা’ নামে ওই বাংলাদেশি ট্রলারটি মাছ ধরার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেই ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড তৎক্ষণাৎ বাংলাদেশী ট্রলার সহ মৎস্যজীবীদের আটক করে। রাতেই আটক বাংলাদেশী ট্রলার সহ তাদের দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে উপকূল রক্ষী বাহিনী। নিয়ম অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। মঙ্গলবার ধৃত ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে। এরপর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ট্রলারটি কী কারণে আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করেছিল তা খতিয়ে দেখার পাশাপাশি বারে বারে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে কিভাবে বাংলাদেশি ট্রলার ভারতের জলসীমার মধ্যে ঢুকে পড়ছে তা নিয়েও তদন্ত শুরু করা হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande